একুশে বইমেলা

বইমেলায় ধ্রুব নীলের নতুন বই ‘অতৃপ্ত’

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে লেখক ধ্রুব নীলের নতুন বই ‘অতৃপ্ত’। ভৌতিক, অলৌকিক ও জাদু বাস্তবতার সংমিশ্রণে রচিত গল্পগুলো কেবল ভয় পাওয়ার জন্য নয় বরং মানবাত্মার গভীর অতৃপ্তি ও যন্ত্রণার প্রতিচ্ছবি।

Advertisement

বইটির গল্পগুলোয় আছে ব্যতিক্রমী সব চরিত্র। কেউ জানে না ভয় কাকে বলে কিন্তু সেই শূন্যতার মুখোমুখি হতেই নামে একরাশ অন্ধকার। এক সিরিয়াল কিলার ব্যথার অনুভূতি বুঝতে পারে না অথচ তার শীতল নিস্তরঙ্গতার মাঝেই জন্ম নেয় এক অন্যরকম হাহাকার। কোথাও আবার বন্ধুর মৃত্যুর শূন্যতা এক চরিত্রকে নিয়ে যায় অতৃপ্তির এক ভিন্ন জগতে। যা ধরা দেয় জাদু বাস্তবতায় মোড়ানো পূর্ণিমার রাতে।

আরও পড়ুন এশরার লতিফের রহস্য উপন্যাস ‘মধ্যরাতের পরে’  আরিফ মজুমদারের গল্পগ্রন্থ ‘চতুর্দিকে খুনি’ 

ধ্রুব নীলের লেখনী সব সময়ই পাঠকের মনে গভীর ছাপ ফেলে। সহজ ভাষা, সাবলীল বর্ণনা ও রহস্যময় পরিবেশ সৃষ্টি করে তিনি পাঠককে টেনে নিয়ে যান এক অনির্বচনীয় অভিজ্ঞতার দিকে। ‘অতৃপ্ত’ সেই ধারারই নতুন সংযোজন। যেখানে ভয়, শূন্যতা ও অতৃপ্তির এক ভিন্ন মাত্রা পাওয়া যাবে।

বইটি প্রকাশ করেছে প্রসিদ্ধ পাবলিশার্স। পাওয়া যাবে অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ৬৪২-৬৪৩ নম্বর স্টলে। বইপ্রেমী ও রহস্যঘেরা গল্পের পাঠকদের জন্য ‘অতৃপ্ত’ হতে পারে এবারের বইমেলার অন্যতম আকর্ষণীয় সংযোজন।

Advertisement

এসইউ/জিকেএস