আজকের জোকস : ০৩ সেপ্টেম্বর ২০১৫


প্রকাশিত: ০৬:০৫ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

মন্ত্রী তার সেক্রেটারিকে বললেন দশ মিনিটের একটা বক্তৃতা লিখে দিতে। সেক্রেটারি বক্তৃতা লিখে মন্ত্রীকে দিলেন। কিন্তু পড়তে গিয়ে মন্ত্রী দেখলেন বক্তৃতা তিরিশ মিনিটেও শেষ হচ্ছেনা। মন্ত্রী রেগেমেগে ডাকলেন সেক্রেটারিকে।
মন্ত্রী: কী ব্যাপার বক্তৃতা এত বড় কেন?
সেক্রেটারি: স্যার বক্তৃতা দশ মিনিটেরই আছে, আপনাকে আমি তিনটি কপি দিয়েছি।

***
স্কুলের শিক্ষককে দেখে ফাঁকিবাজ নাতিকে বলছে-
দাদা: ঐ দেখ তোর স্যার আইতাছে, জলদি লুকিয়ে পর!
পল্টু: আগে আপনে লুকান, আপনে মইরা গেছেন কইয়া দুই সপ্তাহের ছুটি নিছিলাম!

***
দুই ফকিরের মধ্যে কথা হচ্ছে
১ম ফকির : বন্ধু তুই ৫ কোটি টাকা পাইলে কী করবি?
২য় ফকির : আমি একটা বড় শপিংমল বানামু।
১ম ফকির : তারপর কী করবি?
২য় ফকির : শপিংমলের সামনে দাঁড়াইয়া ভিক্ষা করমু।

***
শিক্ষক: বল তো বল্টু, আমরা কীভাবে আমাদের স্কুলটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারি?
বল্টু : স্যার, আমরা ক্লাস না করে বাসায় বসে থাকতে পারি!

# আজকের জোকস : ০১ সেপ্টেম্বর ২০১৫
# আজকের জোকস : ৩১ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ৩০ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ২৯ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ২৮ আগস্ট ২০১৫

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।