আজকের জোকস : ২৮ আগস্ট ২০১৫


প্রকাশিত: ০৩:৩৭ এএম, ২৮ আগস্ট ২০১৫

ট্রেনে ডাকাতি হচ্ছে :
ডাকাত : এই তোর নাম কি ?
১ম যাত্রী: সুমন ।
ডাকাত: যা আছে সব দিয়া দে । সুমন সব কিছু দিয়ে দিল ।
ডাকাত: এই আপনার নাম কি ?
২য় যাত্রী : জুলেখা । ডাকাতটি আবেগাপ্লুত হয়ে বললো জুলেখা আমার মায়ের নাম ছিল । আপনি সসস্মানে মুক্ত ।
ডাকাত : এই তোর র নাম কি ?
৩য় যাত্রী: উদয় । তবে, সবাই আদর করে জুলেখা বলে ডাকে ।

*****

একদিন এক মশা আরেকটি মশাকে বলে এই তুই বড় হয়ে কি হবি?
২য় মশা : আমি ডাক্তার হমু। তুই কি হবি?
১ম মশা : আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হমু।
এই সময় একজন লোক এসে অ্যারোসল স্প্রে করলো। তখন মশাগুলো অজ্ঞান হতে হতে বলে উঠল, ধুর শালা ক্যারিয়ারটাই বরবাদ কইরা দিলো অ্যারোসল।

*****
শিক্ষক : বলতো পদার্থ কাকে বলে?
ছাত্র : জানি না স্যার।
শিক্ষক : অপদার্থ কোথাকার। যার ওজন ও আয়তন আছে তাকেই পদার্থ বলে।
ছাত্র :  তাহলে আমাকে অপদার্থ বললেন কেন? আমার তো ওজন আয়তন দুটোই আছে।

*****
মনোবিজ্ঞানের ক্লাস চলছে। শিক্ষক বললেন, ধরো, একটা লোক কিছুক্ষণ চুপচাপ চেয়ারে বসে থাকেন। হঠাৎ লাফিয়ে উঠে চিৎকার-চেঁচামেচি করেন, লাফালাফি করেন, হাত-পা ছোড়াছুড়ি করেন। কিছুক্ষণ পর আবার বসে পড়েন। এই ব্যক্তি সম্পর্কে তোমাদের মন্তব্য কী?

পেছন থেকে এক ছাত্র বলল, তিনি নিশ্চয়ই একজন ফুটবল কোচ।

*****
ঝন্টু ভীষণ মোটা। একদিন সে বাজার থেকে মুরগি নিয়ে ফিরছিল। পথে এক মাতাল বললো, এই খাসিটাকে নিয়ে কোথায় চললে?  ঝন্টু রেগে বলল, শালা মাতাল কোথাকার! এইটা মুরগি, খাসি না।

মাতাল জবাব দিল, আমি তোমাকে না মুরগিটাকেই জিজ্ঞেস করছিলাম।

# আজকের জোকস : ২৭ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ২৬ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ২৫ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ২৪ আগস্ট ২০১৫
# আজকের জোকস : ২৩ আগস্ট ২০১৫

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।