আইন-আদালত

প্রধান বিচারপতির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

Advertisement

সোমবার (৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির অফিসে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, মৌলিক অধিকার রক্ষা, জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জনগণের আস্থা বৃদ্ধির জন্য একটি শক্তিশালী, নিরপেক্ষ এবং দক্ষ বিচার বিভাগ অপরিহার্য।

Advertisement

আরও পড়ুনস্বতন্ত্র প্রসিকিউশন ও সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপনের বিকল্প নেইভোটারদের আস্থা ফেরানোর কথা বলেছে ইইউ: ইসি

এদিকে দুজনের সাক্ষাৎকালে বিচার বিভাগের স্বাধীনতা, বিচারক ও আইনজীবীদের দক্ষতা বৃদ্ধি, ন্যায়বিচার প্রাপ্তি সহজিকরণ এবং বিচার ব্যবস্থার ডিজিটালাইজেশন নিয়ে আলোচনা করার জন্য ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল ফেসবুক পেজে প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানানো হয়েছে।

এর আগে গত ৩০ জানুয়ারি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার প্রথম সৌজন্য সাক্ষাৎ করেন।

এফএইচ/ইএ/জেআইএম

Advertisement