সাহিত্য

কর্তৃপক্ষকে ধন্যবাদ জানালেন ড. মোহাম্মদ হাননান

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ ঘোষণার তালিকা সংশোধনের বিষয়ে লেখক-গবেষক ড. মোহাম্মদ হাননান ধন্যবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন। ৩০ জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমনটি জানিয়েছেন তিনি।

Advertisement

বিবৃতিতে বলা হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রাপ্তির তালিকা থেকে আমার নাম বাদ দেওয়ায় আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।

দীর্ঘ ৪০ বছর ধরে লেখালেখি করছি। ‘বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস’ নামক গ্রন্থের ১৪টি খণ্ডসহ আমার মোট গবেষণাগ্রন্থের সংখ্যা ৫৮টি, শিশু-কিশোর সাহিত্য ২০টিসহ সম্পাদিত ও অন্যান্য গ্রন্থ মিলে আমার প্রকাশনা সংখ্যা এখন ১৩৪টি।

১৯৯১ সালে আমার লেখা ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস’ প্রকাশিত হয়। পরবর্তীকালে মুক্তিযুদ্ধ নিয়ে আরও কাজ করি। ২০২৩ সালে প্রকাশিত হয় ‘বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধে আলেম সমাজের ভূমিকা’ শীর্ষক গ্রন্থ। তথ্যগুলো দিলাম এ জন্য যে, আমার সম্পর্কে মানুষ খুব কমই জানে।

Advertisement

আরও পড়ুনবাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপ ও ৬ পুরস্কার প্রদান২০২৪ সালের আলোচিত যত সাহিত্য পুরস্কার

দীর্ঘসময় ধরে লিখলেও রাষ্ট্রীয় কোনো পুরস্কারের জন্য মনোনীত হইনি, গত ১৬ বছরেও না। এ বছর আমার জন্য ‘বাংলা একাডেমি পুরস্কার’ ঘোষণার পর আমার নাম বাদ দেওয়ায় আমি যে দলহীন, গোত্রহীন একজন লেখক তা প্রমাণিত হয়েছে।

আমি এজন্য স্বস্তি অনুভব করছি। আমার নাম বাদ দেওয়ায় কোনো খেদ নেই, অভিযোগ নেই। তবু সবাই শান্ত থাকুক।

গত ২৩ জানুয়ারি বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ ঘোষণা করা হয়।

২৫ জানুয়ারি বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে বলে জানান অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

Advertisement

পরে ৩০ জানুয়ারি তিনজনের নাম বাদ দিয়ে পুরস্কার চূড়ান্ত করা হয়। এতে বাদ পড়েন ড. মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ ও সেলিম মোরশেদ।

এসইউ/জেআইএম