পুরি খেতে ভালোবাসেন কমবেশি সবাই। বিশেষ করে বিকেলের নাশতায় পুরি খাওয়ার মজাই আলাদা। ডাল বা আলুর পুর ভেতরে ভরে ডুবো তেলে মচমচে করে ভাজা হয় পুরি। সাধারণত সবাই কিনে খান পুরি।
Advertisement
যদি পুরির স্বাদ বদলাতে চান, তাহলে এবার পুরি তৈরি করুন মটরশুঁটি দিয়ে। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। চলুন তবে জেনে নেওয়া যাক মটর পুরি তৈরির রেসিপি-
উপকরণ১. মটরশুঁটি ৪ কাপ২. কাঁচা মরিচ ২-৩টি৩. আদা বাটা ১ টেবিল চামচ৪. হিং ১ চিমটি৫. আস্ত জিরা ২ চা চামচ৬. তেজপাতা ২টি৭. শুকনো মরিচ ২টি৮. লবঙ্গ ৩-৪টি৯. দারুচিনি আধা ইঞ্চি১০. গরম মসলা গুঁড়া আধা চা চামচ১১. লবণ পরিমাণমতো১২. ময়দা ও১৩. তেল।
আরও পড়ুন
Advertisement
প্রথমে ময়দায় সামান্য লবণ মিশিয়ে নিন। এরপর হালকা গরম পানি একটু একটু করে দিয়ে ভালো করে মেখে ডো তৈরি করে নিন। খেয়াল রাখবেন ডো যেন বেশি শক্ত বা নরম না হয়। এবার মটরশুঁটি ও কাঁচা মরিচ ধুয়ে সেদ্ধ করে ব্লেন্ড করে নিন। এবার তৈরি করতে হবে ভাজা মসলা।
এজন্য প্যানে জিরা, তেজপাতা, শুকনো মরিচ, লবঙ্গ ও দারুচিনি ভেজে গুঁড়ো করে নিন। এবার পুর তৈরির জন্য কড়াইয়ে তেল গরম করে হিং ও আদা বাটা মিশিয়ে মটরশুঁটির পেস্ট ঢেলে দিন। সামান্য লবণ দিতে ভুলবেন না। এরপর ভাজা মসলা ও গরম মসলা দিয়ে নাড়তে থাকুন।
একেবারে মিশ্রণটি শুকিয়ে এলে ঠান্ডা করে নিন। এরপর ময়দা থেকে লেচি কেটে তাতে পরিমাণ মতো পুর ভরে হাতের চাপে গোল আকৃতি দিন। খেয়াল রাখবেন, লেচির থেকে পুরের পরিমাণ যেন বেশি না হয়। অন্যদিকে একটি গভীর প্যানে পর্যাপ্ত গরম করে নিন।
ডুবো তেলে এবার ছেড়ে দিন পুরিগুলো। দু’পিঠ উল্টে-পাল্টে বাদামি করে ভেজে নিন। উঠিয়ে কিচেন তোয়ালেতে রাখুন। ব্যাস তৈরি হয়ে গেল মচমচে মটরশুঁটির পুরি। পরিবেশন করুন টমেটো সস কিংবা চাটনির সঙ্গে
Advertisement
জেএমএস/জেআইএম