অর্থনীতি

বৈদেশিক ঋণের অর্থ আসা কমেছে, বেড়েছে পরিশোধ

উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাজেট সহায়তার পরও কমেছে বৈদেশিক অর্থছাড়। মূলত রাজনৈতিক পালাবদলের পর নানান কারণে কমেছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন। এসব কারণে কমেছে বৈদেশিক অর্থছাড়। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসের অর্থছাড়, গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ কম।

Advertisement

সম্প্রতি ইআরডি থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত ছয় মাসে বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা ছাড় করেছে ৩ দশমিক ৫৩২ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৪ দশমিক ০৬ বিলিয়ন ডলার।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, জুলাই-ডিসেম্বর সময়ে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ২ দশমিক ২৯৮ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেয়েছে যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৬ দশমিক ৯৮৯ বিলিয়ন ডলার।

উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি ও অর্থছাড় কমলেও আগের নেওয়া ঋণের কারণে বৈদেশিক ঋণ পরিশোধ ক্রমান্বয়ে বাড়ছে। অর্থবছরের প্রথমার্ধে বাংলাদেশ বিভিন্ন ঋণের সুদ ও আসল মিলিয়ে উন্নয়ন সহযোগীদের পরিশোধ করেছে ১ দশমিক ৯৮ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে বাংলাদেশ পরিশোধ করেছিল ১ দশমিক ৫৬৭ বিলিয়ন ডলার।

Advertisement

এমওএস/এমএইচআর/জিকেএস