মালয়েশিয়াকে মাত্র ২৩ রানে অলআউট করেছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকে ৪৪ রানে গুটিয়ে দিয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা। প্রতিপক্ষকে কম রানে গুটিয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এ-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দুদলই পেয়েছে বড় জয়। তবে ভারতের জয়টি ৯ উইকেটে, আর শ্রীলঙ্কার জয় ১৩৯ রানে।
Advertisement
আজ রোববার কুয়ালালামপুরের বায়েমাস স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৪৪ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জয়ে বিশ্বকাপ শুরু করতে ভারতকে খেলতে হয় মাত্র ৪.২ ওভার। হারাতে হয় ১ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে আসাবি কলান্ডার ২০ বলে ১২ ও কেনিকা সিজার ২৯ বলে ১৫ রান করেন। বাকিরা ছিলেন এক অংকে বন্দি। ভারতের হয়ে জি কামালিনি ১৩ বলে অপরাজিত ১৬ ও সানিকা শাকি ১১ বলে ১৮ রান করেন।
অন্য ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৬২ রান করে শ্রীলঙ্কা। দাহামি সানিথমা ৫২ বলে ৫৫, সানজানা কাভিন্দি ১৩ বলে ৩০, হিরুনি হাসিকা ২১ বলে ২৮ রান করেন।
Advertisement
আর মালয়েশিয়ার হয়ে ৬ জনই শূন্য রানে আউট হন। সর্বোচ্চ ২৫ বলে ৭ রান করেন ওপেনার নুর আলিয়া বিনতে মোহাম্মদ হাইরুন।
এমএইচ/জিকেএস