শিক্ষা

ইইডির প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্বে আলতাফ হোসেন

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী পদে রুটিন দায়িত্ব পেয়েছেন মো. আলতাফ হোসেন।

Advertisement

রোববার (১৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

আলতাফ হোসেন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। তাকে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব দিয়ে প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন>>>

Advertisement

শূন্যপদে বসতে তদবিরে ব্যস্ত শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আম্বিয়া খাতুনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আলতাফ হোসেনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর শূন্যপদে চলতি দায়িত্ব প্রদানপূর্বক প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব (প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ) প্রদান করা হলো।

এএএইচ/এসআইটি