বৈশ্বিক সর্বনিম্ন ১৫ শতাংশ করপোরেট ট্যাক্স চালু করেছে ইন্দোনেশিয়া। ১ জানুয়ারি থেকে দেশটিতে এই নিয়ম কার্যকর কর হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ইন্দোনেশিয়ার অর্থ মন্ত্রাণালয় এই ট্যাক্স বাস্তবায়নের ক্ষেত্রে একটি নির্দেশিকা জারি করেছে।
Advertisement
২০২১ সালে ইন্দোনেশিয়াসহ বিশ্বের ১৪০টি দেশ একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছায়। এতে সরকারগুলোকে করপোরেট মুনাফার ওপর ১৫ শতাংশ স্তরে ট্যাক্স আরোপের অনুমোদন দেওয়া হয়।
অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) এর তত্ত্বাবধানে পরিচালিত এই ট্যাক্স সিস্টেম বহুজাতিক কোম্পানির ওপর আরোপ করা হয়। যাদের বার্ষিক টার্নওয়াভার ৭৫০ মিলিয়ন ইউরো বা ৭৭০ মিলিয়ন ডলারের বেশি।
ইন্দোনেশিয়ার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক নীতি এজেন্সির প্রধান ফেব্রিও ক্যাকারিবো এই ট্যাক্স ব্যবস্থার মাধ্যমে ট্যাক্স ফাঁকির প্রবণতাকে প্রতিহত করা সম্ভব। বিশেষ করে ট্যাক্স হ্যাভেনের মাধ্যমে যে ট্যাক্স ফাঁকির বিষয়টি রয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করা যাবে।
Advertisement
তিনি বলেন, এই নীতিকে আমরা স্বাগত জানাই। কারণ বৈশ্বিক ন্যায্য ট্যাক্স ব্যবস্থার ক্ষেত্রে এটা অনেক ইতিবাচক।
এই ট্যাক্স নীতির ফলে বিনিয়োগে কোনো ক্ষতি হবে না উল্লেখ করে তিনি বলেন, প্রবৃদ্ধিতে সহায়তা হতে পারে এমনখাতকে প্রণোদনা দেওয়া হবে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।
সূত্র: নিক্কেই এশিয়া
এমএসএম
Advertisement