ভারতীয় জাল নথি তৈরি করে বাংলাদেশি নাগরিককে দেওয়ার অভিযোগে এক ভারতীয় দালালকে গ্রেফতার করেছে দক্ষিণ দিনাজপুরের পুলিশ। ওই জাল নথি ব্যবহার করে ভারতে থাকার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককেও গ্রেফতার করা হয়েছে।
Advertisement
গ্রেফতার হওয়া ভারতীয় দালালের নাম কুশ বর্মন, তার বাড়ি ডুমরন এলাকার হিলি থানায়। অপর অভিযুক্ত বাংলাদেশি নাগরিকের বাড়ি বাংলাদেশের তেলকুপি এলাকার সিরাজগঞ্জে।
দক্ষিণ দিনাজপুরের ডেপুটি সুপারিনটেনডেন্ট (ডিএসপি) বিক্রম প্রসাদ গণমাধ্যম কর্মীদের জানান, গত ১৪ জানুয়ারি হিলি থানা এলাকা থেকে একজন বাংলাদেশি নাগরিক ধরা পড়েন। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে, তিনি কিছুদিন আগে ভারতে এসেছেন।
ওই বাংলাদেশে নাগরিককে আরও জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তাকে এপারে আনার জন্য এক ভারতীয় দালাল সাহায্য করেছে। ওই ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে।
Advertisement
ডিএসপি বিক্রম প্রসাদ আরও জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই ওই ভারতীয় দালাল বাংলাদেশি নাগরিকদের এপারে আনার কাজ করছে। বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভুয়া নথিও তৈরি করে দিতেন তিনি।
ভুয়া নথি তৈরিতে তাকে সাহায্য করতেন ডুমরন এলাকার একজন বাসিন্দা যার নাম মিজানুর রহমান, বয়স ২৫ বছর। তার একটি কম্পিউটারের দোকান আছে। সেখানেই কুশের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের ছবি জোগাড় করে সেখানেই ভারতীয় ভুয়া নথি তৈরি করা হতো।
আরও পড়ুন: হিন্ডেনবার্গের দাবি, ভারতের পতাকায় শরীর ঢেকে দেশ লুট করছেন আদানি টালমাটাল আদানি গ্রুপ, তিন দিনে উধাও ৭০০০ কোটি ডলারডিএসপি বিক্রম প্রসাদ জানিয়েছেন, মিজানুর রহমানকেও গ্রেফতার করা হয়েছে এবং তার দোকানের যত যন্ত্রপাতি আছে সব বাজেয়াপ্ত করা হয়েছে। এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত অন্যদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেফতার হওয়া দুজনকে কোর্টে চালান করার পর তদন্তের সুবিধার্থে তাদেরকে পাঁচদিনের জন্য পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে।
ডিডি/টিটিএন
Advertisement