রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্লোগান সম্বলিত চিঠি ইস্যু করার ঘটনায় অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
Advertisement
বুধবার (১৫ জানুয়ারি) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া সই করা এক পত্রে এ তথ্য জানানো হয়।
বরখাস্তের দেড় ঘণ্টা আগে ‘শেখ হাসিনার স্লোগান সম্বলিত পত্র ফেসবুকে ভাইরাল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে জাগো নিউজ।
ওই প্রতিবেদনে বলা হয়, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এমন স্লোগান লেখা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি পত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের দায়িত্বহীনতাকে দায়ী করছেন অনেকেই।
Advertisement
বুধবার সন্ধ্যায় ছড়িয়ে পড়া ওই পত্রে দেখা যায়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ার সোমবার (১৩ জানুয়ারি) পত্রটি উপাচার্যের নির্দেশক্রমে সই করেছেন। পত্রটির ওপরের অংশের ডান পাশে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান সম্বলিত একটি লোগো রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, সাময়িক বরখাস্ত হওয়া গোলাম সারোয়ার শাহজাদপুর উপজেলার ব্রজমালা গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তিনি লোকমুখে আওয়ামী লীগ সমর্থিত বলে পরিচিত।
বরখাস্তের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
এম এ মালেক/এসআর/জিকেএস
Advertisement