মোংলা বন্দরে নিলামে উঠেছে শুল্কমুক্ত কোটায় আনা সাবেক তিন সংসদ সদস্যের ল্যান্ডক্রুজার ব্র্যান্ডের তিনটি বিলাসবহুল গাড়ি। এরমধ্যে একটির জন্য দরপত্র (বিট) দাখিল হলেও বাকি দুটির জন্য কেউ দরপত্র জমা দেয়নি।
Advertisement
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ ভেঙে যাওয়ায় বন্দর থেকে এসব গাড়ি ছাড়িয়ে সেটি ব্যবহারের সুযোগ পাননি এমপিরা।
এর আগে গত বছরের ১৭ জুলাই গাড়ি তিনটি মোংলা বন্দরে আমদানি করেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ জাকারিয়া ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য নাসিমা জামান ববি। তারা এখন পলাতক।
মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মো. কামাল হোসেন বলেন, দীর্ঘদিন এ তিনটিসহ ৩০০ গাড়ি মোংলা বন্দরে পড়ে আছে। বারবার নিলামে তুললেও এসব গাড়ি বিক্রি হয় না। ফলে বছরের পর বছর এ বন্দরের শেড ও ইয়ার্ডে গাড়িগুলো পড়ে অকেজো বা বিকল হচ্ছে। তার আশা দ্রুত আমদানিকারকরা এ সমস্যার সমাধান করবেন।
Advertisement
মোংলা কাস্টম হাউজের সহকারী কমিশনার মো. রুবেল হাসান বলেন, গত বছরের ১৭ জুলাই সাবেক এমপিদের তিনটি ল্যান্ডক্রুজার ব্র্যান্ডের প্রাডো গাড়ি আমদানি করা হয়। এরপর এ গাড়ি তিনটি সময়মতো কেউ ছাড়িয়ে না নেওয়ায় গাড়ি তিনটি নিজের অধীন নেয়। এরপর গত বছরের ২৫ নভেম্বর নিলামে তোলা হয়। পুনরায় এ তিনটি গাড়ি নিলামের জন্য তারিখ ঘোষণা করা হবে।
আবু হোসাইন সুমন/আরএইচ/জিকেএস