ঘরের মাঠে আজ সোমবার চলতি বিপিএলের শেষ ম্যাচ খেলছে সিলেট স্ট্রাইকার্স। কিন্তু নিয়ন্ত্রিত বোলিংটা করতে পারেনি তারা। স্বাগতিক দলের বোলারদের তুলোধুনো করে আগে ব্যাট করে ৬ উইকেটে ২০৩ রান করেছে চিটাগং কিংস।
Advertisement
ফিফটি হাঁকিয়েছেন উসমান খান ও গ্রাহাম ক্লার্ক। শেষ দিকে ১৮ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলে ২০০ পার করতে বড় অবদান রাখেন হায়দার আলী। জিততে হলে সিলেটকে করতে হবে ২০৪ রান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স পাওয়া ওপেনার পারভেজ হোসেন ইমনের দ্রুত বিদায়ের পর (১০ বলে ৭) দ্বিতীয় উইকেটে ৬৮ রানের (৩৯ বলে) জুটি করেন উসমান ও গ্রাহাম।
৩৫ বলে ৫৩ রান করেন উসমান। ৩৩ বলে ৬০ রান করেন গ্রাহাম। ১৯ বলে ২৮ রান করেন অধিনায়ক মোহাম্মদ মিথুন। শেষ দিকে ৪ চার ও ৩ ছক্কায় ১৮ বলে ৪২ রান করে দলীয় সংগ্রহ ২০৩ এ নিয়ে যান হায়দার আলী।
Advertisement
এমএইচ/জিকেএস