কুমিল্লার লাকসামে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
Advertisement
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে লাকসাম উপজেলার ভৈসকোপিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে লাকসাম ক্রসিং (লালমাই) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন- লাকসামের গুনতি এলাকার তাবারক উল্লাহ (৪২) এবং একই উপজেলার উত্তরকুল এলাকার বাসিন্দা মাসুদ আলম (২৮)।
Advertisement
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওয়াজ মাহফিলে থেকে রাত ১২টার দিকে বাড়ি ফেরার পথে মহাসড়কের ভৈসকোপিয়া এলাকায় ওই তিনজনকে বহনকারী মোটরসাইকেলের সঙ্গে নোয়াখালীগামী একটি ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন। অপরজনকে স্থানীয়রা লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ওসি মোবারক হোসেন ভূঁইয়া বলেন, রাতে প্রচণ্ড কুয়াশা ছিলো। ধারণা করা হচ্ছে কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
জাহিদ পাটোয়ারী/এএইচ/জিকেএস
Advertisement