দেশজুড়ে

মুহূর্তেই পুড়ে ছাই ১৭ বসতঘর

ফেনী পৌরসভার উত্তর সহদেবপুর এলাকায় একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কলোনির ১৭টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কলোনির ১৭টি ঘর পুড়ে অন্তত ১০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

সাহেদা আক্তার নামে কলোনির এক বাসিন্দা বলেন, আমরা সবাই দিনমজুর, দিনে এনে দিনে খাই। আল্লাহর রহমতে আমরা প্রাণে বেঁচে গেলেও জিনিসপত্র কিছুই রক্ষা করতে পারিনি।

আবদুল করিম নামে স্থানীয় এক যুবক বলেন, আগুন লাগার সংবাদ শুনেই এলাকাবাসী ছুটে আসেন। পাশের জলাধার থেকে পানি ঢেলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। তবে ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে।

Advertisement

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব স্টেশন অফিসার বিপ্লব চন্দ্র মালাকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে নিশ্চিত হওয়া যায়নি। এতে কলোনির ১৭টি ঘর পুড়ে গেছে।

ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছি। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/এএসএম

Advertisement