দেশজুড়ে

জমি নিয়ে বিরোধ, দিনদুপুরে বসতবাড়ি গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা

চট্টগ্রামের মিরসরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনদুপুরে একটি পরিবারের বসতঘর গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এসময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে।

Advertisement

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া চরারকুল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চরারকুল এলাকার মুকুল মিস্ত্রি বাড়ির আরিফুল ইসলামের পরিবার একই বাড়ির হেলালের পরিবারের সঙ্গে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। জমির মীমাংসার জন্য বহুবার বৈঠক হলেও কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। উভয়পক্ষের মধ্যে একাধিকবার মারামারির ঘটনাও ঘটে। মামলায় গ্রেফতারের পর কারাবরণ করেছেন আরিফুল ইসলামের পরিবারের একাধিক সদস্য। দুপুরে হেলালের নেতৃত্বে বহিরাগত ১০-১২ জনের একটি দল দুটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে দেশিয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে আরিফুল ইসলামের বসতঘরটি গুঁড়িয়ে দেয়।

ভুক্তভোগী পরিবারের সদস্য আরিফুল ইসলাম জানান, সকালে হেলাল-বেলাল ও তাদের ভাড়া করা সন্ত্রাসী কাওছারসহ ১০-১২জন তাদের বসতঘর ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এসময় তার মেয়ের বিয়ের জন্য রাখা নগদ ৯ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।

Advertisement

অভিযুক্ত হেলাল জানান, ২০১৭ সাল থেকে তাদের ক্রয়করা জমি ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করেও কাজ হয়নি। আইন আদালত করেও কোনো সমাধান পাওয়া যায়নি তাই বাধ্য হয়ে উচ্ছেদ করতে হয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, বসতঘর ভেঙে ফেলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া চলমান।

এম মাঈন উদ্দিন/আরএইচ/এএসএম

Advertisement