আন্তর্জাতিক

ব্রিকসের পূর্ণ সদস্যপদ পেলো ইন্দোনেশিয়া

বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর সংগঠন ব্রিকসের দশম সদস্য দেশ হিসেবে জায়গা করে নিলো ইন্দোনেশিয়া। সোমবার (৬ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে দেশটি ব্রিকসের পূর্ণ সদস্যপদ পায়। ২০২৫ সালের ব্রিকস প্রেসিডেন্সির দায়িত্ব পাওয়া দেশ ব্রাজিল এই ঘোষণা দিয়েছে।

Advertisement

এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রাজিলের সরকার ইন্দোনেশিয়াকে ব্রিকসে অভ্যর্থনা জানাচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ও সবচেয়ে বড় অর্থনীতিকে স্বাগত জানানো হচ্ছে এই মঞ্চে। ভূ-রাজনৈতিক পরিস্থিতির উন্নতিতে ইন্দোনেশিয়াও বাকি দেশগুলোর সঙ্গে সহযোগিতা করবে।

আরও পড়ুন: 

সর্বকালের সর্বনিম্নে নামলো ভারতীয় রুপির মান ডলারের বিকল্প আনলে ব্রিকস দেশগুলোতে ১০০% শুল্কের হুমকি ট্রাম্পের ব্রিকসে নতুন ৬ সদস্য, নেই বাংলাদেশ

জার্মান বার্তাসংস্থা ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের আগস্টে ব্রিকসের সম্মেলনে ইন্দোনেশিয়াকে সম্পূর্ণভাবে ব্রিকসে শামিল করার প্রস্তাব গৃহীত হয়। কিন্তু ইন্দোনেশিয়া জানায়, স্থায়ী সরকার তৈরি না হওয়া পর্যন্ত তারা এই মঞ্চে যোগ দেবে না।

Advertisement

তবে, গত বছর ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেওয়ার অনুরোধ জানায় এশিয়ার এই দেশ। গত অক্টোবরে দায়িত্ব গ্রহণ করেন দেশটির নতুন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। স্থায়ী সরকার গঠন হওয়ার পরেই ব্রিকসে আনুষ্ঠানিকভাবে যোগ দিল ইন্দোনেশিয়া।

আরও পড়ুন: 

ব্রিকস সদস্যদের নিয়ে আইএমএফের বিকল্প তৈরির প্রস্তাব রাশিয়ার ব্রিকসের সদস্যপদ পেতে বাংলাদেশকে সমর্থন দেবে ব্রাজিল

২০০৯ সালে ব্রিকস গঠিত হয়। জোটের প্রধান দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। ২০২৪ সালে এই জোটে ঢোকানো হয় ইরান, ইথিওপিয়া, মিশর ও আরব আমিরাতকে। উন্নত বিশ্বের জি-৭ জোটের আদলেই তৈরি করা হয়েছিল গ্লোবাল সাউথের এই জোট।

ইন্দোনেশিয়া এই জোটে যোগ দেওয়ার আগে পর্যন্ত বিশ্বের মোট জনসংখ্যার ৪৬ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করতো ব্রিকস। এবার এই সংখ্যা আরও বাড়লো। তাছাড়া গোটা বিশ্বের মোট উৎপাদনের ৩৫ শতাংশ আসে ব্রিকসের জোটভুক্ত দেশগুলো থেকে।

Advertisement

সূত্র: ডয়চে ভেলে

এসএএইচ