বিনোদন

শ্রদ্ধামঞ্চ করা হয়েছিল প্রবীর মিত্রর জন্য, প্রথম জানাজা সম্পন্ন

অভিনেতা প্রবীর মিত্রের স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য বিএফডিসিতে মঞ্চ তৈরি করা হয়েছে। এখানে তাকে তার দীর্ঘদিনে সহকর্মীরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

Advertisement

প্রয়াত এ অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য এসেছিলেন, মিশা সওদাগর, আলমগীর, সুব্রত, বাপ্পী চৌধুরী, মেহেদী প্রমুখ। তাকে আরও শেষ শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, ফিল্ম ক্লাব সহ বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যরা।

প্রবীর মিত্রকে একনজর দেখতে এসেছেন সহকর্মীরা। ছবি: মইনুল ইসলাম

সবার শ্রদ্ধা নিবেদন শেষে প্রবীর মিত্রর জানাজা শুরু হয় বেলা ১টা ৪০ মিনিটে। এরপর দ্বিতীয় জানাজা চ্যানেলআই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে।

Advertisement

জানাজার দৃশ্য। ছবি: মইনুল ইসলাম

রোববার (৫ জানুয়ারি) রাত ১০টা ১০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীর মিত্র। রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রবীর মিত্রের ছেলে মিঠুন মিত্র। তার বয়স হয়েছিল ৮১ বছর।

আরও পড়ুন:

দুই জানাজার পর প্রবীর মিত্রের দাফন আজিমপুরেযেভাবে নায়ক হয়েছিলেন প্রবীর মিত্র

জানাজার দৃশ্য। ছবি: মইনুল ইসলাম

Advertisement

প্রবীর মিত্রের তিন ছেলে ও এক মেয়ে—মিঠুন মিত্র, ফেরদৌস পারভীন, সিফাত ইসলাম ও সামিউল ইসলাম। এর মধ্যে সামিউল মারা গেছেন। প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র প্রয়াত হয়েছেন ২০০০ সালে।

এমআই/এমএমএফ/জেআইএম