দেশজুড়ে

৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে প্রায় নয় ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

Advertisement

শনিবার (৪ জানুয়ারি) সকাল ৭টা ৪৫ মিনিটে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুটি ঘাট এলাকায় প্রায় সহস্রাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় আটকে ছিল।

এর আগে তীব্র কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, তীব্র কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকালে কুয়াশার ঘনত্ব কেটে গেলে সকাল ৭টা ৪৫ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করা হয়েছে।

Advertisement

সজল আলী/এফএ/এমএস