দেশজুড়ে

মাটি কেটে ইটভাটায় নেওয়ায় জরিমানা অর্ধলাখ

চট্টগ্রামের মিরসরাইয়ে অনুমোদন ছাড়া মাটি কেটে ইটভাটায় নেওয়ায় মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলার বড়দারোগাহাটে এম এন ব্রিক ফিল্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, অনুমোদন ছাড়া মাটি কাটা ও পরিবেশ ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

এম মাঈন উদ্দিন/এসআর