রাজধানীর মিরপুরের ভাষানটেক এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে আলাউদ্দিন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে।
Advertisement
পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভাষানটেক থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানিয়েছেন, পুলিশ এলাকার লোকজনের মুখে জানতে পারে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় হিটু বাবু নামের কথিত এক সন্ত্রাসীর সঙ্গে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হন আলাউদ্দিন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, নিহতের মাথায় তিনটি ছিদ্র রয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Advertisement
আলাউদ্দিন মিরপুরের বেনারসি পল্লি এলাকার আব্দুল খালেকের সন্তান। তার ছোটখাটো ব্যবসা ছিল বলে জানা গেছে।
কেএজেডআইএ/এমকেআর/এমএস