জাতীয়

শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্য জব্দ করলো কোস্ট গার্ড

ঢাকার কেরানীগঞ্জ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে কোস্ট গার্ড।

Advertisement

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ ভারতীয় পণ্যের একটি চালান কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজা হয়ে ঢাকায় প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে বিসিজি স্টেশন পাগলা কর্তৃক কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনযেখানে হাত দিচ্ছি সেখানেই সমস্যা আর অনিয়ম: স্বাস্থ্য উপদেষ্টা ২০২৪ সালে সীমান্তে ৩১ হত্যা, কারা হেফাজতে মৃত্যু ১০৮ 

অভিযান চলাকালীন ধলেশ্বরী টোল প্লাজা থেকে একটি সন্দেহজনক কাভার্ডভ্যান তল্লাশি করা হয়। এসময় শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ শাড়ি, কসমেটিকস এবং অন্যান্য পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৩০ লাখ ৭ হাজার টাকা।

Advertisement

জব্দ মালামালের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক আরও বলেন, জব্দ মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের সিদ্দিকবাজার কাস্টম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

টিটি/কেএসআর

Advertisement