বিনোদন

যে কারণে বলিউড ত্যাগ করছেন অনুরাগ কাশ্যপ

বলিউডের গুণি নির্মাতা অনুরাগ কাশ্যপ। একজন অভিনেতা হিসেবেও সুনাম রয়েছে তার। মেধা ও রুচিশীল কাজ দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছেন একজন ভিন্ন ভাবনার শিল্পী হিসেবে। তার কাজগুলো বিনোদনের পাশাপাশি দর্শককে ভাবনার খোরাক দেয়। চলতি বছরে ‘মহারাজা’ ছবিতে তার অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে।

Advertisement

জনপ্রিয় এই নির্মাতা ও পরিচালক বলিউড ত্যাগ করার ঘোষণা দিয়েছেন। দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া-কে দেয়া সাক্ষাৎকারে তিনি মুম্বাইভিত্তিক হিন্দি ভাষার শোবিজ ত্যাগ করার জন্য বেশ কিছু কারণও দেখিয়েছেন। যার মধ্যে অন্যতম হিন্দি সিনেমার অতি বাণিজ্যিকীকরণে তার হতাশা বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুনএ উদযাপনকে হেলিকপ্টার থেকে গুলির সঙ্গে তুলনা করলেন নওশাবা অহনা এখন সৌদি আরবে

‘বলিউডে এখন আর সৃজনশীলতার জায়গা নেই। সবকিছুই অর্থের দিকে চলে গেছে’- দাবি করেন অনুরাগ কাশ্যপ। তিনি জানিয়েছেন, ছবির খরচ বাড়ার কারণে এখন সিনেমা তৈরি করা কঠিন হয়ে পড়েছে। ছবি বানানোর আগে থেকেই চিন্তা থাকে কিভাবে তা বিক্রি করা যাবে। আর এই চাপের মধ্যে সৃজনশীলতা হারিয়ে যায়।

অনুরাগ কাশ্যপ বলিউডের পরিবর্তে দক্ষিণ ভারতের সিনেমায় নিয়মিত হতে চান বলেও জানিয়েছেন। বলিউড হাঙ্গামা তার বরাতে বলেন, ‘আমি দক্ষিণে যেতে চাই। সেখানে এমন পরিবেশ আছে যেখানে সৃজনশীলতার সুযোগ বেশি। এখানে যদি থাকা না হয়, আমি একজন বৃদ্ধ মানুষ হয়ে মরে যাব। আমি নিজের ইন্ডাস্ট্রির প্রতি অত্যন্ত হতাশ এবংখুবই অসন্তুষ্ট। কিন্তু মলায়ালম সিনেমাতে আমার এমন কিছু অনুভূতি হয়নি। সেখানে অভিনয় অভিজ্ঞতা বেশ ইতিবাচক।’

Advertisement

তিনি তার সাক্ষাৎকারে তীব্র সমালোচনা করেছেন নানা রকম প্রতিভা ব্যবস্থাপনা করে এমন এজেন্সিগুলোর বিরুদ্ধে। কাশ্যপ দাবি করেন, এই এজেন্সিগুলো তরুণ অভিনেতাদের কেবল মুনাফার জন্য ব্যবহার করে। তারা শুধুমাত্র স্টার তৈরির দিকে মনোযোগ দেয়। অভিনয় দক্ষতা গড়ে তোলার দিকে মনযোগ নেই তাদের।

‘এখানে এখন আর কেউ অভিনয় করতে চায় না- সবাই স্টার হতে চায়। এজেন্সি কাউকে স্টার বানায় না। কিন্তু একবার যদি কেউ স্টার হয়ে যায়, তখন তারা তাদের থেকে মুনাফা তৈরির প্রতিযোগিতায় নেমে যায়’- যোগ করেন অনুরাগ কাশ্যপ।

এলআইএ/জেআইএম

Advertisement