চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খেলনা পিস্তল সঙ্গে নিয়ে ডাকাতির উদ্দেশ্যে প্রাইভেটকারে ঘুরছিল একদল ডাকাত। তবে পুলিশের ধাওয়ায় ভেস্তে গেছে তাদের পরিকল্পনা। ধাওয়া খেয়ে ডাকাতদল পালিয়ে গেলেও তাদের একজনকে আটক করেছে পুলিশ।
Advertisement
সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মো. জাহেদ (২৭) নামের একজনকে আটক করা হয়। আটক জাহেদ ডাকাতদলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়। প্রাইভেটকারে তল্লাশি করে ছুরি, খেলনা পিস্তল, রড ও লেজার লাইট উদ্ধার করে পুলিশ। আটক জাহেদ সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বাসিন্দা।
আরও পড়ুনদায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বহাল তবিয়তে, বদলি ওমরায় থাকা ডিসি অজ্ঞান পার্টির খপ্পরে উপ-সচিব দিলীপ কুমার, ঢামেকে ভর্তিসীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি বেড়েছে। এ কারণে সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তায় মহাসড়কে বাড়ানো হয়েছে পুলিশের জনবল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একদল ডাকাত প্রাইভেটকার নিয়ে উপজেলার বাঁশবাডড়িয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালায়।
Advertisement
এ সময় ডাকাতদল পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে জাহেদ নামের এক ডাকাতকে আটক করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। আটক জাহেদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে তাকে আদালতে পাঠানো হবে। এম মাঈন উদ্দিন/কেএসআর