খেলাধুলা

পাকিস্তানকে হারাতে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ১৪৮ রান

দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করলেন বাবর আজম এবং সউদ শাকিল। যদিও বাবরের হাফ সেঞ্চুরিটা বড় হলো না। সউদ শাকিল সেঞ্চুরি করতে পারলেন না। এ দু’জন ছাড়া পাকিস্তানের আর কোনো ব্যাটার দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকান বোলারদের সামনে। যার ফলে ২৩৭ রানেই অলআউট হয়ে যেতে হলো পাকিস্তান ক্রিকেট দলকে।

Advertisement

সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসেই ৯০ রান পিছিয়ে ছিল পাকিস্তান। যার ফলে, দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সামনে লিডটা খুব বেশি বড় হলো না। মাত্র ১৪৭ রানের। জিততে হলে প্রোটিয়াদের করতে হবে মাত্র ১৪৮ রান।

প্রোটিয়া পেসার মার্কো ইয়ানসেনের হাতেই বিধ্বস্ত হতে হয়েছে পাকিস্তানি ব্যাটারদের। ১৪ ওভারে ৫২ রান দিয়ে একাই ৬ উইকেট নেন মার্কো ইয়ানসেন। বাকি চার উইকেটের ২টি নেন কাগিসো রাবাদা এবং ১টি করে উইকেট নেন করবিন বস্ক ও ড্যান পিটারসন।

দুই ওপেনার সাইম আইয়ুব ২৭ এবং শান মাসুদ করেন ২৮ রান। চার নম্বরে নামা কামরান গুলান ৪ রান করে আউট হয়ে যাওয়ার পর বাবর আজম এবং সউদ শাকিল মিলে ৭৯ রানের জুটি গড়ে তোলেন।

Advertisement

৮৫ বল খেলে ৫০ রান করে বাবর আজম আউট হয়ে যাওয়ার পর সউদ শাকিল একাই লড়াই করছিলেন। ১১৩ বলে ৮৪ রানের ইনিংস খেলে ৯ম ব্যাটার হিসেবে আউট হন তিনি।

এ রিপোর্ট লেখার সময় জয়ের জন্য ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ১১ রান করেছে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য এখনও ১৩৭ রান প্রয়োজন তাদের। পাকিস্তানি বোলাররা অসাধারণ কিছু করতে পারলে ভিন্ন কিছু হলেও হতে পারে।

আইএইচএস/

Advertisement