রাজনীতি

১৩ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা কায়কোবাদ

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

Advertisement

শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ঢাকায় আগমন উপলক্ষে বিমানবন্দর এলাকায় নেতাকর্মীরা সমবেত হন।

নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত বিমান সেনা, পুলিশ ও র‍‍্যাব সদস্য মোতায়েন করা হয়।

Advertisement

আরও পড়ুন:

আনুপাতিক হারে নির্বাচন নিয়ে জনগণের কোন ধারণা নেই: রিজভী গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক হলো নির্বাচন: ফখরুল নতুন বছরে বিএনপির প্রধান প্রত্যাশা ‘নির্বাচন’

বিমান বন্দর থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যান তিনি।

কুমিল্লা-৩ আসন থেকে একাধিক বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কায়কোবাদ। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

কেএইচ/এসএনআর/এএসএম

Advertisement