মজিবর রহমান জনির শেষ মুহূর্তের গোল পরাজয় থেকে বাঁচলো বসুন্ধরা কিংস। শুক্রবার নিজেদের মাঠ কিংস অ্যারেনায় টানা পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি ১-১ গোলে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিল ব্রাদার্স।
Advertisement
৩৯ মিনিটে সেনেগালের চেক সেনের গোলে এগিয়ে যায় ব্রাদার্স। ইনজুরি সময়ের সপ্তম মিনিটে নাটকীয়ভাগে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন বসুন্ধরা কিংসের মজিবর রহমান জনি।
পাঁচ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচেই থাকলো বসুন্ধরা কিংস। কঠিন ম্যাচ ড্র করে টেবিলের চারে ব্রাদার্স ইউনিয়ন। টানা ৫ ম্যাচ জিতে ১৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে মোহামেডান।
আগামীকাল শনিবার আবাহনী খেলবে পুলিশ এফসির বিপক্ষে এবং রহমতগঞ্জ খেলবে ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে।
Advertisement
আরআই/এমএইচ/এএসএম