ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির উদ্বোধনী আসরে সামনে থেকে নেতৃত্ব দিয়ে রংপুর বিভাগকে শিরোপা জিতিয়েছেন আকবর আলী। ব্যাট হাতে খুব আহামরি কিছু করতে না পারলেও খারাপ খেলেননি তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে যেমন স্ট্রাইকরেট দরকার, মোটামুটি তা পূর্ণ করেছেন।
Advertisement
১৪৯.৬৪ স্ট্রাইকরেটে ব্যাট করে দুই ফিফটিতে টুর্নামেন্টের অষ্টম সর্বোচ্চ ২০৮ রান করেন আকবর আলী। উইকেটরক্ষক এই ব্যাটার আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে খেলবেন দুর্বার রাজশাহীর হয়ে।
দলে থাকা তাসকিন আহমেদ, এনামুল হক বিজয় ও ইয়াসির আলী রাব্বিকে টপকে বিপিএলেও কি রাজশাহীর অধিনায়কত্ব হাতে পাবেন আকবর আলী? বিপিএলে নতুন ভাবে ও নতুন নামে আসা দুর্বার রাজশাহী দল হিসেবে কেমন এবার? এসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দেশের ক্রিকেটপ্রেমীদের মনে।
আজ শুক্রবার বিকেলে শেরে বাংলার একাডেমি মাঠে অনুশীলনে এসে উপস্থিত সাংবাদিকদের কাছ থেকে সেসব প্রশ্নের মুখোমুখি হয়েছেন আকবর আলী।
Advertisement
আকবরের চোখে দুর্বার রাজশাহী দল হিসেবে খারাপ না। তিনি নিজেও আশাবাদী। তার বিশ্বাস, দলের যে লাইন-আপ, তাতে যেকোনো দলকে হারানো সম্ভব।
আত্মবিশ্বাস থেকে আকবরের মুখে এমন কথা, ‘আপনি যখন একটা দলে খেলবেন, সেই দলটা নিয়ে আপনাকে সর্বোচ্চ পর্যায়ে আশাবাদী হতে হবে। আমরাও দল নিয়ে আশাবাদী। আমাদেরও যথেষ্ট ভালো দল আছে। যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, যেকোনো দিন যেকোনো দলকে হারাতে পারি। টি-টোয়েন্টি এমন একটা খেলা, যেখানে আপনি কাগজে-কলমে দল বানিয়ে ফল বের করতে পারবেন না। মাঠের খেলাই আসলে মূল।’
এরই মধ্যে জানা হয়ে গেছে, রাজশাহীর কোচ হয়ে এসেছেন ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অন্যতম সদস্য এজাজ আহমেদ।
পাকিস্তান জাতীয় দলের কোচিং না করালেও এজাজ এরই মধ্যে পাকিস্তান যুব (অনূর্ধ্ব-১৯) দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। এবারের বিপিএলে পাকিস্তানের সবেক এ তারকা ব্যাটারের অধীনেই খেলবে দুর্বার রাজশাহী।
Advertisement
কোচ নামী হলেও দলে বড় ভিনদেশি আসবে কিনা এবং রাজশাহী প্রত্যাশা অনুযায়ী বিদেশি ক্রিকেটারদের পাচ্ছে কিনা, এমন প্রশ্নে আকবর আলী বলেন, ‘এই জিনিসটা ম্যানেজমেন্ট ভালো উত্তর দিতে পারবে যে টেবিলে কী হচ্ছে। ক্রিকেটাররা মাঠের খেলা নিয়েই বেশি মনোযোগ রাখছি। ওই বিষয়গুলো নিয়ে আমাদের ধারণাও কম। আমি নিশ্চিত, আমাদের ম্যানেজমেন্ট সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটার দলে আনার সর্বোচ্চ চেষ্টা করছে।’
বিপিএল ক্যাপ্টেন্সি দেওয়া হলে নেবেন কিনা, এ প্রশ্নের জবাবে আকবর আলী বলেন, ‘এটা ভাবতে হবে। ম্যানেজমেন্ট থেকে প্রস্তাব এলে আমি অবশ্যই ভেবে দেখতে পারি। টিম ম্যানেজমেন্ট কীভাবে সবকিছু চাচ্ছে, এর ওপর এসব নির্ভর করছে।’ কোচ এজাজ আহমেদের কাছ থেকে কী নেবেন?
আকবর আলীর জবাব, ‘বিপিএল অবশ্যই ব্যস্ত একটা টুর্নামেন্ট। এখানে অনুশীলন করার খুব কম সময় পাওয়া যায় না। যে অল্প সময়টাই পাবো, ওটাকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করবো। তার যে অভিজ্ঞতা, টেকনিক ছিল সেগুলো নেওয়ার চেষ্টা করবো। তিনি যে পরামর্শ দেবেন, নিজের মধ্যে আনার চেষ্টা করবো।
এআরবি/এমএইচ/এএসএম