সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্যাসিস্ট সরকারের খুনিরা জড়িত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মদ শাহজাহান।
Advertisement
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে বান্দরবান শহরের হিলভিউ কনভেনশন হলে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত নেতা মুহাম্মদ শাহজাহান বলেন, ‘বর্তমান সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। দিল্লি থেকে শেখ হাসিনা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। ফ্যাসিস্ট সরকারের বণ্টন করা খুনিরা এখনো মসনদে বসে আছে। তারা ধৃষ্টতা দেখিয়ে সচিবালয়ের মতো জায়গায় আগুন দিয়ে দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। বর্তমান সরকারকে আগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা জনগণের ভাষা বোঝেননি।’
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মো. তসলিম, চট্টগ্রাম মহানগরীর নেতা অধ্যক্ষ নুরুল আমিন, জেলা জামায়াতের আমির এএস আব্দুস সালাম আজাদ, জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম, অধ্যাপক ফারুক আহমদ, শামসুল আলম বাহাদুর, মাওলানা আব্দুল আউয়াল প্রমুখ।
Advertisement
দ্বি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান জেলা শাখায় অধ্যাপক ফারুক আহমদ সভাপতি ও তৌফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পরে ঘোষিত কমিটির ৩৭ সদস্যকে শপথ বাক্য পাঠ করান নেতারা।
নয়ন চক্রবর্তী/এসআর/এএসএম