খেলাধুলা

অস্ট্রেলিয়ার সমর্থকের কটাক্ষে মেজাজ হারালেন কোহলি

অস্ট্রেলিয়ান ওপেনার স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা মেরে জরিমানা দিতে হয়েছিল বিরাট কোহলিকে। ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি। ভারতীয় দলের সাবেক অধিনায়ক সেসব শাস্তি পেয়েছেন আইনের কাঠগড়ায় অপরাধী প্রমাণিত হওয়ার কারণে। তবে ১৯ বছরের কনস্টাসের সঙ্গে উগ্র আচরণ করে অস্ট্রেলিয়ার সমর্থকদের মনে যে ক্ষোভ তৈরি করেছেন কোহলি, সে শাস্তি ভোগ করা তো এখনো বাকি।

Advertisement

কীভাবে কোহলিকে সেই শাস্তি দেওয়া যাবে? উপায় হিসেবে কটাক্ষকে বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার সমর্থকরা। সুযোগ পেলেই অভিজ্ঞ ডানহাতি ব্যাটাবের বাক্যবাণ ছুঁড়ে দিচ্ছেন তারা। মাঠের যেখানেই কোহলিকে পাচ্ছেন, সেখানেও দু'একটি কথা শুনিয়ে দিচ্ছেন।

মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে কোহলিকে আরও একবার কটাক্ষ করলেন অসি ভক্তরা। এবার রাগকে নিয়ন্ত্রণ করতে পারলেন না; মেজাজ হারালেন ভারতীয় ক্রিকেটার।

ভারতের প্রথম ইনিংসে ৩৬ রান করে অস্ট্রেলিয়ার পেসার স্কট বোলান্ডের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন কোহলি। আউট হওয়ার পর সাজঘরে ফেরত যাচ্ছিলেন তিনি। গ্যালারির নীচ দিয়ে ড্রেসিংরুমে ফেরার সময় তাকে লক্ষ্য করে আওয়াজ দেন কয়েকজন অসি সমর্থক। সেদিকে না তাকিয়ে মাথা নিচু করে নিজের পথে হাঁটছিলেন ভারতীয় তারকা।

Advertisement

      View this post on Instagram

A post shared by The Express Tribune (@etribune)

কিছুক্ষণ পর এক অস্ট্রেলীয় সমর্থক কটাক্ষ করেন কোহলিকে। এবার নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি। বাজে মন্তব্য শুনে ক্ষিপ্ত হয়ে সাজঘরের দিকে চলে গিয়েও বাইরে ফিরে আসেন কোহলি। ওই সমর্থকের দিকে তাকিয়ে তাকেও পাল্টা কিছু বলতে দেখা যায়।

কোহলি যখন আউট হন, তখন দিনের খেলা প্রায় শেষদিকে। এ সময় উইকেট ধরে রাখাটাই প্রয়োজন ছিল ভারতের। তার আগে ভুল বোঝাবুঝিতে যসশ্বী জয়সওয়াল রানআউট হওয়ার কারণে কোহলির ওপর বাড়তি চাপও ছিল। কিন্তু টিকে থাকতে না পারায় মাঠ থেকেই মেজাজ খারাপ ছিল কোহলির। অসি-ভক্ত সেই রাগের আগুনে আরও ঘি ঢাললেন।

এমএইচ/এমএস

Advertisement