রাজধানীতে শুরু হওয়া আবাসন মেলার শেষদিন আজ শুক্রবার (২৭ ডিসেম্বর)। রাত ৯টায় মেলার পর্দা নামছে। মেলার শেষ দিন ও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ভিড় বেড়েছে ক্রেতা-দর্শনার্থীর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমেই বাড়ছে দর্শনার্থীদের সংখ্যা। প্রায় প্রতিটি স্টলেই রয়েছে ক্রেতার উপস্থিতি। অপরদিকে, ক্রেতার আগমনে খুশি মেলায় অংশ নেওয়া কোম্পানিগুলো। তারা জানান, এবার রেকর্ডসংখ্যক ফ্ল্যাট, প্লট ও এপার্টমেন্টে বুকিং আসবে।
Advertisement
শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে মেলা প্রাঙ্গণে কথা হয় শাহনাজ শারমিনের সঙ্গে। তিনি লালবাগ থেকে এসেছেন। শাহনাজ জাগো নিউজকে বলেন, আমার পরিবারের (নিকট আত্মীয়) অনেকেই এখন উত্তরার থাকেন। আমিও চাচ্ছি উত্তরার দিকে শিফট করতে। মেট্রোরেল হওয়ায় যোগাযোগ ব্যবস্থায়ও পরিবর্তন এসেছে। দুইটা কোম্পানির প্রজেক্ট দেখেছি আরও কয়েকটা দেখবো। পছন্দ হলে আজই বুকিং দেবো।
মেলার একটি স্টলের প্রজেক্ট দেখতে দেখতেই কথা বললেন ব্যাংক কর্মকর্তা হামিদুর রহমান। তিনি জাগো নিউজকে বলেন, অফিস থেকে হোম লোন পাবো। কাছে সামান্য অর্থ আছে। দু'দিন আগেই পছন্দ হয়েছে দুই কোম্পানির প্রজেক্ট। আজ মেলার শেষ দিন পরিবার নিয়ে এলাম, দেখি। রেডি ফ্ল্যাট কেনার ইচ্ছে আছে। পরিবার নিয়ে এসেছি যেহেতু আজ বুকিং করবো পছন্দের ফ্ল্যাট।
অন্যদিকে, ক্রেতার আগমনে খুশি আবাসন কোম্পানির মালিকরা। রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-৩ ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ এর প্রতিষ্ঠান ব্যাসিক বিল্ডার্স ছোট থেকে মাঝারি সব ধরনের প্রকল্প নিয়ে মেলায় হাজির হয়েছে। রিহ্যাব নেতা আব্দুল লতিফ জানান, স্বল্প এবং মধ্য এবং উচ্চবিত্ত সবার জন্য সবধরনের ফ্ল্যাট রয়েছে তার বিভিন্ন প্রকল্পে।
Advertisement
মেলায় অংশ নিয়েছে রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট-২ ও মেলা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আক্তার বিশ্বাস এর প্রতিষ্ঠান আক্তার প্রপাটির্জ। তিনি বলেন, মেলায় পজিটিভ সাড়া পাচ্ছি। মেট্রোরেল থাকায় উত্তরার দিকে ফ্ল্যাটের চাহিদা অনেক বেশি। আবার দামের কারণে মিরপুরের দিকে ফ্ল্যাট খুঁজছেন কেউ কেউ। ড্যাপ সংশোধন হলে মেলার মাধ্যমে আবাসন খাত ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা তার।
আরও পড়ুন:
বাণিজ্যমেলার শেষ সময়ের প্রস্তুতি, ব্যস্ত নির্মাণশ্রমিকরা আবাসন মেলায় হোম লোনে আকর্ষণীয় অফার আবাসন মেলার পর্দা নামছে আজগত সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বিআইসিসিতে রিহ্যাব ফেয়ার ২০২৪ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল ড. সিদ্দিকুর রহমান। পাঁচ দিনব্যাপী আবাসন খাতের এ মেলার শেষ দিন আজ। এবারের মেলায় বিভিন্ন আবাসন কোম্পানির পাশাপাশি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানও অংশ নিয়েছে।
রিহ্যাব ফেয়ারে ২২০টি স্টল রয়েছে। এই ফেয়ারে ৫টি গোল্ড স্পন্সর, ১৮টি কো-স্পন্সর, ১৮টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১০ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারছেন। মেলায় প্রবেশে সিঙ্গেল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় ৫ বার প্রবেশ করতে পারছেন।
Advertisement
ইএআর/এসএনআর/এমএস