জাতীয়

খেলাফত যুব মজলিসের সমাবেশ শুরু

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সমাবেশ শুরু হয়েছে। সংগঠনটির ১৫ বছর পূর্তিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

Advertisement

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ৯ টায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এই সমাবেশ শুরু হয়।

দেশের বিভিন্ন স্থান থেকে সংগঠনের অনুসরীরা সমাবেশে অংশ নিয়েছেন। সমাবেশ স্থল এবং আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের সময়ে সংগঠনের নেতাদের প্রতি অবিচার, হয়রানি, জেল-জুলুমসহ মানবাধিকার লঙ্ঘনের বিষয় তুলে ধরছেন। সেই সঙ্গে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগকে উৎখাতের পেছনে সংগঠনের নেতা-কর্মীদের অবদানের কথাও আলোচনা করছেন। বর্তমানে সমাবেশে আসা বিভিন্ন জেলার নেতারা বক্তব্য রাখছেন।

Advertisement

সমাবেশে কিশোরগঞ্জ থেকে আসা যুবক হাফেজ আলিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগের আমলে আমরা সভা-সমাবেশ করতে পারি নাই। আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, পদে পদে হয়রানি করা হয়েছে। এখন মুক্ত আকাশে সবাই স্বাধীনভাবে সাথী ভাইদের সঙ্গে এক হতে পারছি।

সমাবেশে আসা মুহায়মিনুল বলেন, আমরা স্বাধীন দেশে সমাবেশ করছি। আল্লামা মামুনুল হকের নেতৃত্বে আমরা সমগ্র বাংলাদেশ এক আছি। দেশকে নিয়ে যে কোনো অপশক্তি আমরা রুখে দিবো।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও যুব মজলিস সভাপতি মামুনুল হকসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। উল্লেখ্য ২০০৯ সালের ২৯ মে বাংলাদেশ খেলাফত যুব মজলিস যাত্রা শুরু করে।

 এনএস/এসআইটি

Advertisement