আগুন লাগার ঘটনায় সচিবালয়ের বিভিন্ন ভবন বিদ্যুৎহীন। লিফটগুলোও বন্ধ। তাই কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে প্রবেশ করেও অফিস করতে পারছেন না।
Advertisement
বুধবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। একটি বাদে সচিবালয়ে প্রবেশ ও বের হওয়ার সবগুলো গেট বন্ধ রয়েছে।
সচিবালয়ের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী প্রেসক্লাবের দিকের ৫ নম্বর গেট দিয়ে পায়ে হেঁটে প্রবেশ করছেন। তাই গেটের সামনে ভিড় জমে গেছে।
সচিবালয় চত্বরে আড্ডা দিচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা
Advertisement
সচিবালয়ের ২০ তলা ৬ নম্বর ভবন বিদ্যুৎহীন। বিদ্যুৎ না থাকায় যারা প্রবেশ করেছেন তারা অফিস করতে পারছেন না। লিফট বন্ধ থাকায় ৬ নম্বর ভবনের উপরের তলার কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় চত্বরে অবস্থান করতে দেখা গেছে। অন্যান্য ভবনের কর্মকর্তা-কর্মচারীরাও সচিবালয় চত্বরে আড্ডা দিচ্ছেন।
আরও পড়ুন>>> আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ের আগুন লাগা ভবনে আছে যেসব মন্ত্রণালয়কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, এ অবস্থায় আজকে সচিবালয় বন্ধ রাখা যেত। কষ্ট করে প্রবেশ করেও তো অফিস করা যাচ্ছে না।
আগুন লাগা ৭ নম্বর ভবনের কর্মকর্তা-কর্মচারীরাও সাত নম্বর ভবনের সামনে অবস্থান করছেন। তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, ৭ নম্বর ভবনের ৬ তলা থেকে নয় তলা পর্যন্ত ফ্লোরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ফ্লোরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবংসড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রয়েছে।
আরএমএম/এসআইটি/এএসএম
Advertisement