গেল অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট হারের পর একযোগে পাকিস্তান দল থেকে বাদ পড়েছিলেন বাবর আজম, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি। শেষ দুই টেস্টে তাদেরকে ছাড়াই জয় পায় পাকিস্তান।
Advertisement
মাঝে অস্ট্রেলিয়ার মাটিতে সাদা বলের সিরিজ শেষ করে চলতি মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে পাকিস্তান। প্রোটিয়াদের বিপক্ষে পাকিস্তানের পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে।
ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য তিন ফরম্যাটেই দল ঘোষণা করেছে পাকিস্তান। টেস্ট দলে ফিরেছেন বাবর আজম ও নাসিম শাহ। কিন্তু বাইরেই রয়ে গেছেন শাহিন আফ্রিদি।
দক্ষিণ আফ্রিকার মাটিতেই ক্যারিয়ারের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট খেলেছিলেন আফ্রিদি। এবার দলে জায়গা পেলে সেখানকার উইকেটের সঙ্গে নিজেকে আরও মানিয়ে নিতে পারতেন তিনি। পেসবান্ধব উইকেটেও বাঁহাতি পেসারের দলে জায়গা না পাওয়াটা বার্তা দিচ্ছে যে, দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে বাঁহাতি পেসারের গুরুত্ব কমছে দিনে দিনে। অথচ এক সময় শাহিন আফ্রিদির নেতৃত্বেই বিধ্বংসী হয়ে উঠতো পাকিস্তানের পেস আক্রমণ।
Advertisement
আফ্রিদির জায়গা দখল করেছেন আরেক পেসার মোহাম্মদ আব্বাস। ২০২১ সালে সর্বশেষ লাল বল হাতে নিয়েছিলেন তিনি। ২০১৮-২০১৯ মৌসুমে সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া পেসারদের মধ্যে তিনিই একমাত্র পেসার হিসেবে এবারও স্কোয়াডে আছেন।
১০ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ আফ্রিকায় সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। ২৯ ডিসেম্বর ও ৭ জানুয়ারি সেঞ্চুরিয়ন এবং কেপটাউনে দুটি টেস্ট ম্যাচ শুরু হবে।
দক্ষিণ আফ্রিকা সফরের জন্য পাকিস্তান দলটেস্ট: শান মাসুদ (অধিনায়ক), সউদ শাকিল (সহঅধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, বাবর আজম, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), কামরান গোলাম, খুররম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, নোমান আলি, সাইম আইয়ুব, সালমান আলি আগা।
ওয়ানডে: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক, উইকেটকিপার), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, কামরান গোলাম, মোহাম্মদ হাসনাইন, মুহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির, উসমান খান (উইকেটকিপার)।
Advertisement
টি-টোয়েন্টি: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক, উইকেটকিপার), আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মকিম, তৈয়ব তাহির, উসমান খান (উইকেটকিপার)।
এমএইচ/জিকেএস