খেলাধুলা

ওয়ানডে সিরিজে নেই মুশফিক, হৃদয়-শান্তকে নিয়েও অনিশ্চয়তা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা কবে? গতকাল শুক্রবার থেকেই মিডিয়াপাড়ায় জল্পনা-কল্পনা।

Advertisement

ধারণা করা হচ্ছিল, আজ শনিবার বিকেল নাগাদ হয়তো ওয়ানডে দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু খোঁজ নিয়ে জানা গেল, আজ তো নয়ই, কালও দল ঘোষণা হয় কিনা সন্দেহ।

খোঁজ নিয়ে জানা গেছে, এখনো দলই চূড়ান্ত হয়নি। নিয়মিত খেলা দুই তারকা ক্রিকেটারের ইনজুরি নিয়ে সংশয় আছে। তারা খেলতে পারবেন কি পারবেন না, নির্বাচকরা এখনও পুরোপুরি নিশ্চিত নন।

তারা কারা? আগেই জানা গিয়েছিল, অভিজ্ঞ মুশফিকুর রহিমের ওয়ানডে সিরিজ খেলার সম্ভাবনা খুব কম। নেই বললেই চলে। জানা গেছে, টেস্ট সিরিজের মত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজও মিস করতে যাচ্ছেন মুশফিক।

Advertisement

ওয়ানডে সিরিজের আগে হাতের আঙুলের চিড় ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই এখনই মাঠে ফিরতে পারছেন না সিনিয়র এই ক্রিকেটার। তাই তাকে ছাড়াই সাজানো হচ্ছে ওয়ানডে স্কোয়াড।

মুশফিককে ছাড়াই আরও দুজনকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, নির্বাচকরা সংশয়ে আছে অধিনায়ক শান্ত আর মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়কে নিয়ে। তাদের দুজনার ফিটনেস নিয়ে এখনো ধোঁয়াশায় টিম ম্যানেজমেন্ট।

অধিনায়ক শান্তর গ্রোয়েন ইনজুরি। চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াই শুরু করেছেন শান্ত। রানিং ও জিম করছেন ২-৩ দিন ধরে। তবে আজ পর্যন্ত ব্যাটিং অনুশীলন শুরু করেননি।

ফুটবল খেলতে গিয়ে কুঁচকিতে টান পড়া হৃদয়ের ফিটনেস নিয়েও সংশয় কাটেনি। তাদের সর্বশেষ অবস্থা খুঁটিয়ে দেখতেই নাকি দল ঘোষণায় দেরি হচ্ছে। চিকিংসক, ফিজিও ও ট্রেনারের মতামত নিয়েই তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াচ্ছে আজ (শনিবার) থেকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ ডিসেম্বর থেকে।

এআরবি/এমএমআর/জেআইএম