খেলাধুলা

উইলিয়ামসনের রেকর্ড, তবুও হারের পথে নিউজিল্যান্ড

ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনে নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড করেছেন কেন উইলিয়ামসন। দেশটির প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৯ হাজার পূর্ণ করেছেন সাবেক অধিনায়ক।

Advertisement

উইলিয়ামসনের রেকর্ড গড়ার দিনে জয়ের সম্ভাবনা ম্লান নিউজিল্যান্ডের। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে মাত্র ১৫৫ রান তুলে দিনের খেলা শেষ করেছে কিউইরা। এতে স্বাগতিকদের লিড হয়েছে মাত্র ৪ রানের।

বাকি ৪ উইকেটে লিড খুব বেশি বড় করার সম্ভাবনা নেই নিউজিল্যান্ডের। কিউইদের লিড ১০০ রানের নিচে রাখতে পারলে ক্রাইস্টচার্চ টেস্ট সহজেই জিতে নিতে পারবে ইংল্যান্ড। ম্যাচের বর্তমান চিত্র আপাতত সে কথাই বলছে।

আজকের দিনটি ছিল পুরোপুরি ইংল্যান্ডের দখলে। ৫ উইকেটে ৩১৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে ইংলিশরা থামে ৪৯৯ রানে (হ্যারি ব্রুক ১৭১, অলি পোপ ৭৭, বেন স্টোকস ৮০, গাস অ্যাটকিনসন ৪৮ ও বেন ডাকেট ৪৬)। এতে ইংলিশদের লিড হয় ১৫১ রানের।

Advertisement

এরপর দেড় শতাধিক রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করা নিউজিল্যান্ডের উইকেট ভাগাভাগিতে মেতে ওঠেন দুই ইংল্যান্ড পেসার- ক্রিস ওকস ও ব্রাইডন কার্স। দুজনই নেন সমান ৩টি করে উইকেট।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নিউজিল্যান্ডের হয়ে লড়াই করেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে ৭ রানের জন্য করতে পারেননি সেঞ্চুরি (১৯৭ বলে ৯৩)। দ্বিতীয় ইনিংসে থেমে যান ফিফটির পরপরই (৮৬ বলে ৬১)। এতেই রেকর্ড করে ফেলেন ডানহাতি অভিজ্ঞ ব্যাটার।

৩৪ বছর বয়সী উইলিয়ামসনের ৯ হাজার রানের মাইলফলক ছুঁতে খেলতে হয়েছে ১০৩ টেস্ট। টেস্ট ক্রিকেটের ইতিহাসে যৌথভাবে তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েন কিউই ব্যাটার। উইলিয়ামসনের সমান ম্যাচে ৯ হাজার টেস্ট রান করেছিলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও পাকিস্তানের ইউনিস খান।

দ্রুততম ৯ হাজার রানের মাইলফলক ছোঁয়ার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। ডানহাতি অসি ব্যাটার এই মাইলফলকে পৌঁছেছেন ৯৯ টেস্ট খেলে। ১০১ ম্যাচ খেলে এই কীর্তিতে দ্বিতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা।

Advertisement

দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান নিয়ে উইকেটে আছেন ড্যারিল মিচেল। তিনিই এখন নিউজিল্যান্ডের ভরসা। অভিজ্ঞ এই ব্যাটারের সঙ্গে উইকেটে আছেন নাথান স্মিথ (১ রানে)।

এছাড়া ২৪ রান করেন রাচিন রাবিন্দ্রা। বাকিদের কেউ ২০ রানের ঘরও পার করতে পারেননি।

এর আগে প্রথম ইনিংসে ৩৪৮ রান করে নিউজিল্যান্ড।

এমএইচ/এএসএম