খেলাধুলা

বাফুফের এক সদস্য পদের পুননির্বাচন শনিবার

গত ২৬ অক্টোবর অনুুষ্ঠিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে পনেরোতম সদস্য পদে দুই প্রার্থীর ভোট সমান হয়েছিল। চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. এখলাছ উদ্দীন ও সাবেক ফুটবলার সাইফুল ইসলাম মনি ভোট পেয়েছিলেন ৬১টি করে। তাই এই একটি সদস্য পদের জন্য আবার নির্বাচন হবে আগামীকাল শনিবার।

Advertisement

২৬ অক্টোবরের নির্বাচন পাঁচতারকা হোটেলে হলেও এই এক পদের ভোট হবে বাফুফে ভবনে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন।

সাইফুর রহমান মনি আগেও একবার নির্বাচন করে হেরেছেন। তবে মো. এখলাছ উদ্দীন এই প্রথম বাফুফের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রথমবার অংশ নিয়েই কাউন্সিলরদের মধ্যে ভালো সাড়া ফেলেছেন তৃণমূলের এই ফুটবল সংগঠক। পুননির্বাচনের আগের দিন এখলাছ উদ্দীন জাগো নিউজকে বলেছেন,‌ ‘আমি ভোটে বিজয়ী হওয়া নিয়ে আশাবাদী। ফুটবল নিয়ে আমি কাজ করি। জিতি-হারি যাই হোক, আমি ফুটবলের সঙ্গেই থাকবো।’

Advertisement

মো. এখলাছ উদ্দীন ২০২৩ সালের মার্চে চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। ‘চুয়াডাঙ্গায় ১০ বছর লিগ ছিল না। আমি মার্চে সভাপতি নির্বাচিত হয়ে অক্টোবরেই ১০ ক্লাব নিয়ে প্রথম বিভাগ লিগ আয়োজন করেছিলাম। আমি জেলা ফুটবল লিগের ধারাবাহিকতা আনতে চাই’- বলেছেন মো. এখলাছ উদ্দীন।

আরআই/এমএইচ/