আরব আমিরাতে শুরু হয়ে গেল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টে আফগানদের বিপক্ষে ৯ উইকেটে ২২৮ রান করেছে বাংলাদেশের যুবারা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারাতে হলে আফগানদের করতে হবে ২২৯ রান।
Advertisement
শুক্রবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক আজিজুল হাকিম। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ৮ চার ৪ ছক্কায় ১৩৩ বল খেলে ১০৩ রানের অকুতোভয় ইনিংস খেলেন এই ব্যাটার।
৫ বলে ০ রানে ওপেনার জাওয়াদ আবরার আউট হলে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। এরপরই বীরের ভূমিকায় অবতীর্ণ হন পরবর্তী দুই ব্যাটার কালাম সিদ্দিকি ও আজিজুল হাকিম তামিম। ১৪৪ রানের দুর্দান্ত জুটি গড়েন তারা।
১১০ বলে ৬৬ রান করে ওপেনার কালাম সিদ্দিকি আউট হলে জুটি ভাঙে। ৫ চার আর এক ছক্কায় ইনিংস সাজান তিনি। আল্লাহ গজনফারের বলে বোল্ডা হন তিনি।
Advertisement
নতুন ব্যাটার দেবাশীষ দেবা দাঁড়াতে পারেননি। ৬ বলে ১ রান করে বিদায় নেন। ১০ রানের বেশি করতে পারেননি মোহাম্মদ শিহাব জেমস। আজিজুল তাদের সঙ্গে ছোট ছোট জুটি করে সেঞ্চুরির দিকে এগোতে থাকেন। রিজান আহমেদ করেন ৯ বলে ৫ রান।
৪৭তম ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন আজিজুল। নুরিস্তানি ওমরজাইয়ের পরের বলে উজাইরুল্লাহর হাতে ক্যাচ হন তিনি।
১০ বলে ১১ রান নিয়ে অপরাজিত থাকেন রাফিউজ্জামান রাফি। তার সঙ্গে ছিলেন ইকবাল হোসেন ইমন।
আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট শিকার করেন আব্দুল আজিজ, নুরিস্তানি ওমরজাই, খাতির স্ট্যানিকজাই।
Advertisement
এমএইচ/এএসএম