বাংলাদেশে ইসকন নিষিদ্ধ ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে সমমনা ইসলামি দলগুলো।
Advertisement
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
লিখিত বক্তব্যে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি আব্দুর রব ইউসুফী বলেন, দেশের পরিবেশ পরিস্থিতি অস্থিতিশীল করতে, ছাত্র-জনতার বিপ্লব ব্যর্থ করতে গভীর ষড়যন্ত্র চলছে। দেশে সাম্প্রদায়িক সংঘাত ছড়িয়ে ইসকন নামক একটি সন্ত্রাসী গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে। উগ্রবাদী হিন্দুরা বাংলাদেশে বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করে, উগ্রহিন্দুত্ববাদের বিস্তৃতি ঘটানোর চেষ্টা অব্যাহত রেখেছে। যেমন- হিন্দু মহাজোট, জাগো হিন্দু, বেদান্ত ইত্যাদি। বর্তমান অনলাইন জগতে যে ধর্ম অবমাননা তার ৯০ শতাংশ করে ইসকন সদস্যরা।
তিনি বলেন, সাপ্রতিক ঘটনার প্রেক্ষিতে ইসকন এক বিবৃতিতে বলেছে এটি একটি অরাজনৈতিক ও শান্তিপূর্ণ ধর্মীয় সংগঠন। অন্যদিকে তারা ভারতকে আহ্বান করেছে হস্তক্ষেপ করতে। ভারতের হিন্দুত্ববাদী দলগুলো বিশেষ করে বিজেপি বেশ আগ্রাসী প্রতিক্রিয়া দিচ্ছে। গণমাধ্যমেও গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের প্রসঙ্গ। এর তীব্র নিন্দা জানাই।
Advertisement
সরকারের বিবৃতিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বিনষ্ট না হয়, সে জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। দেশে-বিদেশে ষড়যন্ত্রকারীরা যাতে সুযোগ নিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব ঈমামকে জানিয়ে দিয়েছি। শুক্রবার মসজিদগুলোতে উগ্রবাদী ইসকন সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসুফ আশ্রাফ, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আতহারী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদসহ অন্যান্য ইসলামি দলের নেতারা।
আরএএস/এসআইটি/জিকেএস
Advertisement