আইন-আদালত

সুপ্রিম কোর্টে নজিরবিহীন ঘটনা, প্রধান বিচারপতির উদ্বেগ

২০১৬ সালের ষোড়শ সংশোধনী মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করায় বুধবার হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামালকে আদালত কক্ষে ডিম ছুড়ে মারেন একদল আইনজীবী। একপর্যায়ে তিনি এজলাস ছেড়ে নেমে যেতে বাধ্য হন।

Advertisement

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ নজিরবিহীন ঘটনায় এবং একই সঙ্গে দেশের জেলা আদালতসমূহে সাম্প্রতিক সময়ে যেসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণমাধ্যম কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন> জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিচারপতিকে ডিম ছুড়লেন আইনজীবীরা

এতে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগসহ দেশের আদালতসমূহে এরূপ পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় প্রধান বিচারপতি দেশের সব আদালত ও ট্রাইব্যুনালকে তাদের স্বাভাবিক কার্যক্রম বজায় রেখে বিচারপ্রার্থী জনগণকে সেবা প্রদানের ধারা অব্যাহত রাখার নির্দেশনা দেন।

Advertisement

এফএইচ/এসআইটি/এএসএম