দুর্নীতির মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
Advertisement
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জেসমিনের করা আবেদনের শুনানি তিন মাসের জন্য মুলতবি করে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আদেশ দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ।
আদালতে আজ জেসমিনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। আর দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আসিফ হোসাইন।
ভুয়া লেটার অব ক্রেডিট খুলে জনতা ব্যাংক থেকে ৮৫ কোটি ৮৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেসমিনের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় ২০১৯ সালের ১০ মার্চ জেসমিনকে জামিন দেন হাইকোর্ট। তবে দুর্নীতি দমন কমিশনের করা আপিলের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একই বছরের ১৬ জুন হাইকোর্টের জামিন আদেশ বাতিল করে এবং জেসমিনকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
Advertisement
পরে ২০২২ সালের ৩০ আগস্ট জেসমিন ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মামলায় জেসমিনের জামিন আবেদন খারিজ করেন। সেই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে জামিন চান জেসমিন।
এফএইচ/ইএ/এএসএম