শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৬। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে দেশটির মধ্যাঞ্চলীয় উপকূলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
Advertisement
তবে ওই ভূমিকম্প থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
এদিকে কিয়োদো নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, সুবাতা শহরে ৭০ বছর বয়সী এক নারী আহত হয়েছেন। স্থানীয় সরকারের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১০টা ৪৭ মিনিটে নোটো উপদ্বীপ থেকে ৭ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে।
Advertisement
জাপানের ক্যাবিনেট অফিস সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, এই ভূমিকম্প জাপানের উপকূলে সমুদ্রপৃষ্ঠের সামান্য পরিবর্তন ঘটাতে পারে। তবে এ থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো আশঙ্কা নেই।
রাষ্ট্রীয় প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, স্থানীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি।
এর আগে গত সেপ্টেম্বরে দেশটিতে ভূমিকম্প এবং সুনামি আঘাত হানে। সে সময় দেশটির আবহাওয়া সংস্থা জানায়, ইজু দ্বীপপুঞ্জের কাছে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এরপরেই প্রত্যন্ত হাচিজোজিমা দ্বীপে ছোট একটি সুনামিও আঘাত হানে।
ওই ভূমিকম্পটির গভীরতা ছিল ১১ দশমিক ৭ কিলোমিটার (৭ মাইল)। ভূমিকম্পটি আঘাত হানার ৪৫ মিনিট পরেই সুনামি আঘাত হেনেছে বলে জানানো হয়।
Advertisement
সে সময় মিয়াকেজিমা দ্বীপে ১০ সেন্টিমিটারেরও কম উচ্চতার ছোট সুনামি আঘাত হেনেছে। রাজধানী টোকিওর দক্ষিণাঞ্চলে অবস্থিত ছোট এই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে প্রায় ২৫ হাজার মানুষের বসবাস।
গত আগস্টেও দুই দফা শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে জাপান। প্রথমে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপরেই ৭ দশমিক ১ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
জাপান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ একটি দেশ। প্রতি বছর সেখানে অন্তত ১ হাজার ৮০০টি ভূমিকম্প হয়, যা গোটা পৃথিবীর ১৮ প্রায় শতাংশ। দেশটির ঘরবাড়িগুলোও সেই মতো করে তৈরি করা হয়। এ কারণে ক্ষয়ক্ষতিও হয় কম।
আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে সুনামি সতর্কতা জারি জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কাঁপলো দ. কোরিয়াওএর আগে গত ২ এপ্রিল দেশটির উত্তরে অবস্থিত ইওয়াতে এবং আওমোরি অঞ্চলে আঘাত হানে ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। তবে এর জন্য কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। স্থানীয় সময় ভোর ৪টা ২৪ মিনিটে ইওয়াতে উপকূলে আঘাত হানে ভূমিকম্পটি। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৭১ কিলোমিটার গভীরে।
টিটিএন