খেলাধুলা

আন্তঃসার্ভিস জাতীয় ভারোত্তোলনে সেরা তাজ ও স্মৃতি

দলীয়ভাবে বাংলাদেশ সেনাবাহিনী ও ব্যক্তিগতভাবে আশিকুর রহমান তাজ ও স্মৃতি আক্তারের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে মঙ্গলবার শেষ হয়েছে সপ্তম আন্তঃসার্ভিস জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা।

Advertisement

তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার শেষ দিনে পুরুষ বিভাগের ৫ টি ওজন শ্রেণীর খেলা হয়েছে। ১০ ইভেন্টের মধ্যে ৬ টিতেই স্বর্ণ জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ আনসার স্বর্ণ জিতেছে চারটিতে।

প্রথম দিন মেয়েদের বিভাগে জাতীয় রেকর্ড হয়েছিল ১৮ টি। দুই দিনব্যাপী ছেলেদের ১০ ইভেন্টে রেকর্ড হয়েছে ৫ টি। এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর জিয়ারুল ইসলাম ৯৬ কেজি ওজন শ্রেণীতে তিনটি রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন।

আগের দিন একটি রেকর্ড গড়ে ৮১ কেজিতে স্বর্ণ জিতেছিলেন সুমন চন্দ্র রায়। শেষ দিনে অন্য রেকর্ডটি করেছে ১০৯ কেজি উর্দ্ব শ্রেণীতে বাংলাদেশ সেনাবাহিনীর আশিক মন্ডল শিবু।

Advertisement

পুরুষদের বিভাগে সেরা ভারোত্তোলকের পুরস্কার পাওয়া আশিকুর রহমান তাজ ৫৫ কেজি ওজন শ্রেণীতে স্ন্যাচে ৯৭ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১১৮ কেজিসহ মোট ২১৫ কেজি ওজন তুলে স্বর্ণ জিতেছেন।

মেয়েদের বিভাগে সেরা ভারোত্তোলক স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর স্মৃতি আক্তার। তিনি ৫৯ কেজিতে স্ন্যাচে ৭৬ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে রেকর্ডসহ ১০৩ কেজি ও রেকর্ডসহ মোট ১৭৯ কেজি ওজন তুলে স্বর্ণ জিতেছেন।

ছেলে-মেয়ে দুই গ্রুপেই সেরা দলীয় পুরস্কার জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী ও দ্বিতীয় হয়েছে বাংলাদেশ আনসার।

আরআই/আইএইচএস/

Advertisement