তুরস্ক বাংলাদেশে আমদানি ও রপ্তানির মাধ্যমে ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আমদানি-রপ্তানি বিষয়ে তুরস্ক জোর দিয়ে কাজ করছে। এ বিষয়ে খাত ধরেই আমাদের সঙ্গে আলাপ করেছে।
Advertisement
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এসময় ডা. তাহের বলেন, দুই দেশের মধ্যে যে সম্পর্ক ছিল সে বিষয়ে কথা বলেছি। তুরস্ক ইসলামিক দেশগুলোর মধ্যে একটি উন্নত রাষ্ট্র। তাদের অনেক কিছু বিদেশে রপ্তানি করে বিশেষ করে মেশিনারিজ এবং নিরাপত্তা সংক্রান্ত সরঞ্জাম যা দরকার হয়।
তিনি আরও বলেন, তারা একে তো মুসলিম দেশ, এর সঙ্গে একটা গণতান্ত্রিক ধারা সেখানে তারা ফলো করে। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে দুই পক্ষই কাজ করবে, বাংলাদেশ সরকারও এ বিষয়ে কাজ করছে।
Advertisement
জামায়াতের নায়েবে আমির বলেন, এখন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান মুসলিম দেশগুলোর মধ্যে তিনি একজন বলিষ্ঠ প্রেসিডেন্ট। যেখানেই মুসলমানদের সমস্যা হয়েছে তিনি সহযোগিতা করেছেন। এ দেশে প্রথম রোহিঙ্গা সমস্যার ক্ষেত্রেও তারা এগিয়ে এসেছিল এবং এখনো সহযোগিতা চলমান রয়েছে। তাদের দেশে যখন ভূমিকম্প হয়েছিল আমাদের দেশের মানুষ এবং আমাদের দল থেকে যত ধরনের সহযোগিতা করা যায় আমরা তা করেছি।
এসময় তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বলেন, আমাদের বাংলাদেশে বিভিন্ন ভাবে সহযোগিতা চলমান রয়েছে। রোহিঙ্গা বিষয়ে আমাদের সহযোগিতা রয়েছে।
এএএম/এমআইএইচএস/এএসএম
Advertisement