সপ্তম আন্তঃসার্ভিস জাতীয় ভারোত্তোলনের প্রথম দিনে মেয়েদের বিভাগে ছিল রেকর্ডের ছড়াছড়ি। মেয়েদের ১০ ওজন শ্রেণির খেলা হয়েছে এক দিনেই। সেখানে জাতীয় রেকর্ড হয়েছে ১৮টি। দ্বিতীয় দিনে হওয়া ছেলেদের ৫ ইভেন্টে মাত্র একটি জাতীয় রেকর্ড হয়েছে। করেছেন ৮১ কেজিতে বাংলাদেশ আনসারের সুমন চন্দ্র রায়।
Advertisement
দিনের শেষ ইভেন্ট ছিল এটি। সুভাস চন্দ্র রায় স্ন্যাচে ১১০, ক্লিন অ্যান্ডে জার্কে ১৫৫ কেজি ওজন তুলেছেন। মোট ২৫৫ কেজি তুলে তিনি পেয়েছেন স্বর্ণ। এর মধ্যে ক্লিন অ্যান্ড জার্কে তিনি ভেঙ্গেছেন আগের রেকর্ড। এ ওজন শ্রেণীতে দ্বিতীয় হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের দুর্জয় হাজং।
৫৫ কেজিতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আশিকুর রহমান তাজ, ৬১ কেজিতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের জীবন চন্দ্র রায়, ৬৭ কেজিতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের কাজী বিল্লাহ, ৭৩ কেজিতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শিমুল কান্তি সিংহ।
ছেলেদের বাকি ৫ টি ওজন শ্রেণীর খেলা অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের শেষ দিনে মঙ্গলবার।
Advertisement
আরআই/এমএইচ/এএসএম