দেশজুড়ে

ঢাকায় যাওয়ার পথে মাগুরা থেকে ৩৬ নারী-পুরুষ পুলিশ হেফাজতে

‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’-এর ব্যানারে ঢাকায় যাওয়ার পথে মাগুরা থেকে ৩৬ নারী-পুরুষকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Advertisement

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় মাগুরা শহরের পারনান্দুয়ালী বাস টার্মিনাল থেকে এম এম পরিবহনের একটি বাসে যাওয়ার সময় তাদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়।

এসময় তাদের কাছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের একটি ব্যানার ও কিছু পরিচয়পত্র পাওয়া যায়। পুলিশ হেফাজতে নেওয়া ৩৬ জনের মধ্যে ৩০ জন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন। তাদের সঙ্গে আট শিশুসন্তান রয়েছে।

পুলিশ হেফাজতে নেওয়া নারী ও পুরুষরা জানান, তাদের বিনা সুদে ঋণ দেওয়া হবে প্রতিশ্রুতি দিয়ে তারেক নামের একজন তাদের ঢাকার সাভারে নিয়ে যাচ্ছিলেন। তাদের সবার বাড়ি ঝিনাইদহের কুশোবাড়ি, লাঘুটিয়া গ্রামে। টিমের নেতৃত্ব দেওয়া আখিরুন নামের এক নারী জানান, তারেক নামের ওই ব্যক্তির বাড়ি মাগুরার হাজিপুর গ্রামে। লোক মারফত জানতে পারেন, যেসব টাকা বিদেশে পাচার হয়েছে, সেই টাকা দেশে ফিরিয়ে এনে গরিব-অসহায়দের মাঝে এক থেকে দুই লাখ টাকা বিনা সুদে ঋণ দেওয়া হবে। আন্দোলনের বিষয়টি তারা জানতেন না।

Advertisement

মাগুরা সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুমিত কুমার সাহা বলেন, ৩৬ জনকে একটি পরিবহনসহ পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।

এসআর/এমএস