টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার বিশ্বরেকর্ড গড়লো আইভরি কোস্ট। রোববার লাগোসে নাইজেরিয়ার বিপক্ষে মাত্র ৭ রানে গুটিয়ে গেছে আইভরি কোস্টের ইনিংস।
Advertisement
এর আগে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ডটি ছিল ১০ রানের। আইলে অব ম্যান ২০২৩ সালে স্পেনের বিপক্ষে এবং গত সেপ্টেম্বরে মঙ্গোলিয়া ১০ রানে অলআউট হয়েছিল সিঙ্গাপুরের বিপক্ষে।
এবার আইভরি কোস্ট সেই রেকর্ড নিজের করে নিলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের উপ-আঞ্চলিক আফ্রিকা বাছাইপর্বের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল নাইজেরিয়া। ২০ ওভারে তারা দাঁড় করায় ৪ উইকেটে ২৭১ রানের সংগ্রহ।
নাইজেরিয়াল সেলিম সালাউ ৫৩ বলে ১১২ করে অবসরে যান, ইসাক ওকপে করেন ২৩ বলে অপরাজিত ৬৫।
Advertisement
জবাবে আইভরি কোস্টের ওপেনার আওতারা মোহাম্মদ ৪ রান করে প্রথমে আউট হন। তিনিই শেষ পর্যন্ত হয়ে যান দলের ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক। ৭.৩ ওভারে ৭ রানে অলআউট হয় আইভরি কোস্ট। ছিল না কোনো বাউন্ডারির মার।
আইভরি কোস্টের এমন দুঃস্বপ্নের ইনিংসে ছয়জন ব্যাটার শূন্য রানেই সাজঘরের পথ ধরেন।
নাইজেরিয়া ম্যাচটি জেতে ২৬৪ রানের বিশাল ব্যবধানে। তবে এটিই টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় জয় নয়। গত মাসে নাইরোবিতে গাম্বিয়াকে ২৯০ রানে হারিয়ে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ে রেখেছে জিম্বাবুয়ে।
এমএমআর/জিকেএস
Advertisement