জুলাই-আগস্টে ছাত্রদলের যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন, তাদের অবদানকে অন্তর্বর্তী সরকার বিন্দুমাত্র স্বীকার করছে না বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। যেসব শিক্ষক সরাসরি গণ অভ্যুত্থানের মিছিলে অংশ নিয়েছেন, তাদের বড় বড় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
Advertisement
রোববার (২৪ নভেম্বর) বিকেলে শরীয়তপুর পৌরসভার মিলনায়তনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মিসভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন ছাত্রদল সাধারণ সম্পাদক।
নাছির উদ্দীন নাছির বলেন, ‘জুলাই-আগস্টে যে দুই হাজারের বেশি ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন, তাদের মধ্যে শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম এবং শহীদ সাঈদকে আইকনিক শহীদ হিসেবে এদেশের ছাত্র-জনতা মনে রাখছেন। কিন্তু আমরা দেখেছি এই সরকার পাঠ্যপুস্তকে শহীদ ওয়াসিমের নামটি বাদ দিয়ে শহীদ সাঈদ ও মুগ্ধের নামটি অন্তর্ভুক্ত করেছে। ওয়াসিমের নামটি বাদ যাওয়ার কারণ হচ্ছে তিনি ছাত্রদলের একজন কর্মী।’
এর আগে বিকেলে সাড়ে ৩টা থেকে শরীয়তপুর পৌরসভার মিলনায়তনে শুরু হওয়া যৌথ কর্মিসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক প্রমুখ।
Advertisement
বিধান মজুমদার অনি/এসআর/জিকেএস