রাজনীতি

নতুন ইসি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে, আশা আমীর খসরুর

নতুন নির্বাচন কমিশন (ইসি) জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

Advertisement

নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন শপথগ্রহণের পর জনগণের প্রত্যাশা পূরণের পথও সহজ হবে।

রোববার (২৪ নভেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠকে শেষে তিনি এসব কথা বলেন।

এদিন দুপুরে সিইসি এ এম এম নাসির উদ্দীনসহ অন্য চার নির্বাচন কমিশনার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে শপথ নেন। এরপর তারা নির্বাচন কমিশন ভবনে যান। সেখানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সিইসি।

Advertisement

আরও পড়ুন

নিজ দেশে ফিরতে চায় রোহিঙ্গা তরুণরাজাতীয় নির্বাচনের আগে ‘আওয়ামী লীগ বিতর্কের’ ফয়সালা: সিইসি

আমীর খসরু জানিয়েছেন, আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্ক কাজ করতে চায়। তিনি বলেন, বিগত তিন মাসে সাংস্কৃতিক লেনদেন, চিকিৎসা, পর্যটন, ব্যবসা-বাণিজ্য খাতে যথেষ্ট অগ্রগতি হয়েছে।

এর আগে বিকেল ৪টায় বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধিদল।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

Advertisement

কেএইচ/এমকেআর/জেআইএম